MENU

Fun & Interesting

বাতাসে মরার গন্ধ [দেবশ্রী চক্রবর্ত্তী পন্ডিত] || ভয়াবহ একটি ভৌতিক গল্প

Goppo Khor 28,911 lượt xem 11 months ago
Video Not Working? Fix It Now

আমাদের চেনা জগতের বাইরেও একটা জগৎ আছে জানেন তো?না, মানে আমি বলছি,আমাদের জানা জগতের বাইরেও একটা অজানা জগৎ আছে যার ব্যাখ্যা আমরা করতে পারিনা। যা সব রকম ব্যাখ্যার উর্ধ্বে। আমাদের প্রাণ ভ্রমরা যতক্ষণ বর্তমান,ততক্ষণ আমরা সকলে ই বাতাসের অসামান্য অক্সিজেন বুক ভরে টেনে নিই,আর যদি সেই বাতাসেই মিশে থাকে কোন ভয়াবহ কিছুর অস্তিত্ব,আর সেই কারণে যদি ওই বাতাস হয়ে ওঠে দূষিত ! ক্রমাগত নাকে আসতে থাকা একটা পচা গলা মরার গন্ধে যদি শ্বাস নিতে আর ইচ্ছে না হয় তবে কেমন কেমন হবে আপনার অবস্থা,একবার ভেবে দেখুন তো?! বুঝতে পারছেন না তো... আচ্ছা,আজকের গল্প টি শুনলে আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারবেন।

লেখিকা : দেবশ্রী চক্রবর্ত্তী পন্ডিত
গল্প পাঠ ও সূত্রধর : আমি সুদর্শন
বিভিন্ন চরিত্রে : সুপমা,পলাশ,অনিকেত এবং মীনাক্ষী

Comment