MENU

Fun & Interesting

"সেরা অসাধারণ সুন্দর হৃদয়ছোঁয়া একটা গল্প"♥️[মনপাখি তুমি]এটা হলো ডিভোর্স পেপার। আজকের দিনেই ঠিক নয়মাস

RM motivation story 64,126 7 months ago
Video Not Working? Fix It Now

"সেরা অসাধারণ সুন্দর হৃদয়ছোঁয়া একটা গল্প"♥️[মনপাখি তুমি]এটা হলো ডিভোর্স পেপার। আজকের দিনেই ঠিক নয়মাস আবির একটা কাগজ রিমির হাতে দিয়ে বলল -- এটাতে সই করে দাও রিমি জান। রিমি -- এটা কি আবির? আবির -- এটা হলো ডিভোর্স পেপার। আজকের দিনেই ঠিক নয়মাস আগে তোমার আর আমার বিয়ে হয়। আর আজই তোমাকে আমি ডিভোর্স দিতে চাইছি। কারনগুলোও তোমাকে বলছি। আমি তোমাকে কোনোদিনও ভালবাসিনি রিমি জান আর না তো অরিনকে বেসেছি। হ্যাঁ আমি অরিনকেও ভালবাসিনি। অরিন ছিল আমার জেদ। আদির কাছে হারব সেটা আমি মেনে নিতে পারিনি বলেই তোমাকে বিয়ে করেছিলাম। যাতে আদির প্রিয় বোনকে কষ্ট দিলে আদিও কষ্ট পাবে। কিন্তু তোমাকে গায়ে হাত তুলে কষ্ট দেওয়ার থেকে বেস্ট আইডিয়া ছিল আমার ভালোবাসায় তোমাকে ফাঁসিয়ে দেওয়া। আর তাই হলো। তুমিও আমাকে ভালবাসতে শুরু করলে আর ভাবলে আমি তোমাকে ভালবাসি। অরিনকে আর আমি পেতে চাইনা ও নাহয় আদির কাছেই থাক। আদি নিজেই ওকে কষ্ট দেবে। কিন্তু রিমি জান আমি তোমাকে আজ মুক্তি দিতে চাই বলেই এই পেপারটা এগিয়ে দিলাম। নাও সই করো!! রিমি আবিরের বলা কথাগুলো শুনে হালকা হাসল। চোখ থেকে রীতিমতো জল পড়ছে। কি থেকে কি হয়ে গেলো। আজ আবিরকে নিজের প্রেগনেন্সীর কথা বলতো আর আজ ওকে ডিভোর্স দিতে হচ্ছে। ভাগ্য কি অদ্ভুত জিনিস! রিমি কাঁপা কাঁপা গলায় বলল -- আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমি। আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। তবে বাড়ি গিয়ে আমি সই করব। আসলে বাড়িতে অনেক জিনিস আছে আমার সেগুলো নিয়ে তারপর সই করব। আবির -- অবশ্যই তবে আরেকটা শর্ত আছে আমার! সেটা হলো তুমি সবাইকে বলবে তুমি আমার সাথে থাকতে চাও না। তুমি নিজে আমাকে ডিভোর্স দিচ্ছ। এতে আমার কোনো দোষ নেই। রিমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এইদিকে, আদ্র, অরিন, আদ্রের মা-বাবা, আবিরের মা-বাবা, আবির সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিমি। আদ্র রিমির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। এই প্রথম নিজের কলিজার টুকরো বোনকে মারল সে।

Comment