মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পূনর্জীবনদানকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, বীর মুক্তিযোদ্ধা, উলুল আজম মোজাদ্দেদ, আম্বিয়াকেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, সূফী সম্রাট হযরত মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) দয়াল দরদী মোর্শেদ কেবলাজানের শিক্ষা ও আদর্শ অনুযায়ী মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ এর ভিডিও।
মিলাদের কন্ঠস্বর দিয়েছে আশেকে রাসুল জাহিদুল ইসলাম জাহিদ।
সবাই আদব ভক্তি ও মহাব্বতের সাথে এই মিলাদ শরীফ পাঠ করুন। অশেষ ফায়েজ, রহমত ও বরকত হাসিল করুন।