এরই মধ্যে ২০২০ সালের ২৯ এপ্রিল একটি এভারেস্ট এর সমান উল্কাপিন্ড প্রায় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেছে, যদিও এই গা ঘষার দূরত্ব ছিল ৫৭ লক্ষ কিলোমিটার অথবা পৃথিবী-চাঁদের দূরত্বের 15 গুণ।
পৃথিবী প্রতিদিন,100 টনেরও বেশি ধূলিকণা এবং বালি আকারের কণা ধংস করে দেয়।
প্রায় বছরে একবার, একটি অটোমোবাইল আকারের গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে,একটি চিত্তাকর্ষক অগ্নিপিন্ড তৈরি করে এবং পৃষ্ঠে পৌঁছানোর আগেই জ্বলে ধংস হয়ে যায় ।
প্রতি 2,000 বা তারও বেশি বছর পরে, একটি ফুটবল মাঠের আকারের উল্কা পৃথিবীতে আঘাত করে এবং ওই অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি করে।
আর প্রতি কয়েক মিলিয়ন বছরে,এমন একটি বস্তু পৃথিবীতে আঁছড়ে পরে যা পৃথিবীর সভ্যতার হুমকির পক্ষে যথেষ্ট। পৃথিবীর বুকে পরে এরা যে গভীর খাঁদ তৈরী করে তাকে বলে Impact crater বা অভিঘাত খাদ।
এই খাদগুলি কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া, গ্রহ বা উপগ্রহের সংঘর্ষের সাক্ষ্য বহন করে।