এই বয়ানে আপনি বিশ্বনবী স. এর মেরাজের বিস্ময়কর ঘটনা সুমধূর হূদয় জুড়ানো সুরে শ্রবণ করতে পারবেন। বায়তুল মুকাদ্দসে ঘটে যাওয়া আশ্চর্য ঘটনা। প্রত্যেক আসমানে কোন কোন নবীর সাক্ষাত হয়েছে।সিদরাতুল মুনতাহার বিস্তারিত আলোচনা। জান্নাতের অতুলনীয় নেয়ামতের দর্শন। আল্লাহ তায়ালার সাথে সাক্ষাত ও কথোকপথন আরো অনেক কিছু জানতে পারবেন।