বই মেলায় পাওয়া যাচ্ছে আমার নতুন বই: 'Growing Through স্ট্রাগল ।। হাল না ছাড়া এক জীবনের জার্নি ' আদর্শ স্টলে (১৩৫-১৩৮ স্টল)
আর কম্বলের ভিতর থেকে বই অর্ডার দিতে চাইলে: rokomari.com/book/378857
সব সময় একবারে টোকা দিলে দরজা খুলে যাবে না। হয়তো কয়েকবার টোকা দেওয়ার পরে জোরে ধাক্কা দেওয়া লাগবে। তারপর হয়তো খুলতে পারে।
এক দরজা বন্ধ হলে অন্য দরজায় ট্রাই করতে হবে। সামনের দরজা বন্ধ থাকলে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করতে হবে।
একভাবে না হলে অন্যভাবে চেষ্টা করতে হবে।
মোদ্দা কথা হতে পারে, একটা জিনিসে লক্ষ্য অর্জনে কাজ করেও সফল হতে পারছি না, একবারে দুইবারে পাঁচবারে না হলেও হয়তো ৬ নম্বর বারে গিয়ে সফলতা ধরা দিবে।
মানুষকে জীবনের পদে পদে স্ট্রাগল করতে হয়।
কখনো: সে কি হবে, কি করবে, কিভাবে করবে: সেটা বুঝতে না পারার স্ট্রাগল।
আবার কিভাবে জীবিকা নির্বাহ করবে
কিভাবে সামনে এগুবে
কিভাবে লাইফে স্যাটেল হবে সেগুলা নিয়ে স্ট্রাগল।
সাথে সাথেই আসে: চাকরি পাওয়া, চাকরি টিকানো, চাকরি হারানো নিয়ে স্ট্রাগল।
এরকম স্ট্রাগলের গল্পই লিখেছি আমার "Growing Through স্ট্রাগল" বইটিতে। পাওয়া যাবে রকমারি তে ও বইমেলায় আদর্শের স্টলে।
---------------
বইটা প্রি-অর্ডারকারী প্রথম ১৪ জন পাবে ওয়ান টু ওয়ান আড্ডা এর সুযোগ। আর আজকে রাত (১৪ ফেব্রুয়ারীর) মধ্যে প্রি-অর্ডারকারী সবাই পাবে ১৬ ই ফেব্রুয়ারি 'পাঠচক্র ও বই লেখার বিহাইন্ড দ্য সিন প্রসেস' আড্ডায় যোগ করার সুযোগ।
#jhankar #struggle #motivation