হুগলি জেলার রাজবল্লভ পুরে এই মন্দির অবস্থিত। তাই দেবী মা রাজবল্লভী নামে পরিচিত। এখানে দেবীমা শ্বেত বর্ণ তাই দেবী মা শ্বেত কালি নামে প্রসিদ্ধ। এখানে মায়ের ভোগে মাছের ঘন্ট দেওয়া হয়। হাওড়া থেকে রাজবল্লভ পুরের বাস পাওয়া যায়। নমস্কার