MENU

Fun & Interesting

বিহারি দ্বীপ চর জাজিরা || বিহারী ও বাঙালি সংস্কৃতির মিলন || New Island Char Jajira

Travel with Rajesh 2,965 4 months ago
Video Not Working? Fix It Now

কলকাতার খুব কাছেই রয়েছে একটি দীপ তার নাম চর জাজিরা। এটি কল্যাণীর খুব কাছে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। এই বড় দ্বীপের মধ্যে দুটি গ্রাম রয়েছে চর মধুসূদনপুর এবং চর জাজিরা। তার মধ্যে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি জাজিরা জীবনযাত্রা। আসলে এই গ্রামে বা চড় জাজিরাতে প্রায় ৬০০ বিহারী পরিবার রয়েছে। তারা বিহারী হলেও সনাতনী। বাঙালি এবং বিহারী সংস্কৃতির মিলনে গড়ে উঠেছে একটা নতুন সংস্কৃতি। 100 বেশি বছর ধরে তারা এখানে বসবাস করছেন। নদীর ভাঙ্গনে ৩০ বছরের মধ্যে চারবার ঘর ভেঙেছে তাদের। এখন কিছু কিছু পরিবার যেখানে বসবাস করছে আগামী বছর হয়তো সেটাও ভেঙে যাবে। এই গ্রামের বাচ্চারা যে স্কুলে পড়াশোনা করে এসব বাংলা মিডিয়াম। এই দিক বা চর থেকে বের হতে গেলে দুই দিক থেকেই বাঁশের সাঁকো পার হতে হয়। প্রবল বর্ষায় যখন জল উঠে যায় তখন ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেন তারা। এইরকম অবস্থা থাকে প্রায় দু মাস। আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের জীবনযাত্রা এবং কিভাবে তারা এখানে এলেন সংস্কৃতি স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয়টাই খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। 🍁ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। #charjajira #newisland #bihari #biharivillage #jajira #kalyani #kolkata #travel #travelwithrajesh

Comment