২০২৪ এর সর্বশেষ প্রতিবাদী গজল | একে একে শেষ করেছি | Sayed Ahmad Kalarab
২০২৪ এর সর্বশেষ প্রতিবাদী গজল | একে একে শেষ করেছি | Sayed Ahmad Kalarab
Singer : Sayed Ahmad
Lyric & Tune : Aynuddin Al Azad RH.
Sound Design : Hasan Nazmul
Video Director : Abdur Rahman Saifi
GFX : Ubaydullah Shakir
Management : Murshed Siraji
Online Support : HNS Digital
একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ
দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ
স্বাধীনতার বয়স বেড়ে এতো বছর পেরুলাম
নেতারা তো সবি পেলো আমরা বলো কি পেলাম
শান্তির লাগি কাইন্দা মরি শান্তির কোনো নাহি লেশ।
সোনার বাংলায় নাইরে সোনা দূর্নীতিতে চ্যাম্পিয়ন
শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান
নেতাগনের রেশারেশি জনগনের কর্ম শেষ ।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা
রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পা চাটা
বিদেশীদের কথামতো চালায় ওরা নিজের দেশ।
কেউ দিলোনা সবাই নিলো আমরা যে কলুর বলদ
সারাবছর নেয়না খবর নির্বাচনে খুব দরদ
নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ।
মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে
দোষের দোষী যেবা যারাই শাস্তি পাবে আলেমে
ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ।
আর দেখা নয় এবার শীখা জালিয়ে বিদ্রোহের
চোখের পানির বদলে এবার খুন ঝড়িয়ে দাও বুকের
আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ।