@STOP TORTURE-BD
হেবা দলিল ও হেবা বিল এওয়াজ দলিল কি বাতিল করা যাবে? নিঃস্বার্থভভাবে কোন বিনিময় ছাড়া হেবা দলিল ককরতে হবে। যে কোন দলিল রেজিষ্ট্রেশন আইন মেনে যদি দলিল রেজিষ্ট্রি হয় সে ক্ষেত্রে সেই দলিল বাতিল করার ক্ষমতা রাখে না। হেবা দলিল বা হেবা বিল এওয়াজ দলিল যদি নিয়ম মোতাবেক হয় তাহলে দলিল বাতিল করা সম্ভব নয়। যেমন হেবা দলিল প্রথমে ঘোষনা দিতে হবে এবং যিনি হেবা গ্রহন করবে তাকে এ্যকসেপ্ট করতে হবে। এবং হেবা করার সময় জমি হস্তান্তর করতে হবে। যনি হেবা করবেন তিনি তার বাবা, মা, দাদা,দাদি,নানা,নানি, ছেলে, মেয়ে, ছেলের ঘরে নাতি, নাতনি, মেয়ের ঘরে নাতি, নাতনি, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে হবে করতে পারবে। হেবা বিল এওয়াজ দুরবর্তি আত্মীয়কে করতে পারবে তবে তবে যদি অর্থের বিনিময় হেবা বিল এওয়াজ দলিল করে তাহলে বাতিল করা যাবে এবং অগ্রক্রয় মামলা করা যাবে। আর যদি অর্থের বিনিময় না হয়ে আল কোর আন, তসবিহ, জায়নামাজ দিয়ে হেবা বিল এওয়াজ দলিল করে নেয় সে ক্ষেত্রে আল কোর আন হচ্ছে অমূল্য আল্লাহর প্রেরিত যার কোন মূল্য হয় না। তাই এই ধরনের দলিল বাতিল হয় না। সবাইকে ধন্যবাদ।