শুধু এই একটি আমলের কারণে, কাঠুরিয়ার স্ত্রী মা-ফাতেমার আগে জান্নাতে প্রবেশ করবে। ইসলামিক কাহিনী।
#islamic #islam
যে আমলের কারণে মা-ফাতেমার আগে এই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। ইসলামিক কাহিনী।
আমরা সবাই আমল করে থাকি জান্নাত পাবার আশায়।কিন্তু নেক আমল না করে লোক দেখানো আমল করলে সেটাতে কখনোই জান্নাত মিলবেনা।তাই সারা জীবন আমল করেও কেউ হয়তো জান্নাত পাবেনা। আবার সামান্য আমল করেও হয়তো কেউ জান্নাতবাসী হবে। আল্লাহ্ তায়ালা কখন যে কার আমল কবুল করে নেন তা আমরা কেউই বলতে পারবোনা। মহান রাব্বুল আল-আমিন যেমন ক্ষমাশীল তেমনই দয়াশীল। তাই তিনি চান তার বান্দা সবসময়েই ভালো থাকুক, জান্নাতবাসী হোক।
এই কাহিনীটি আমাদের অনেকের চোখ খুলে দেবে যে আমাদের থেকে জান্নাত কতদুরে। এবং সেই জান্নাতকে পাওয়ার জন্য কি করা উচিৎ। ভিডিওটি পুরোটা দেখুন।