ঢাকা থেকে কিভাবে সিকিম পৌছালাম । মিতালী এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি । Mitali Express
সিকিম ভ্রমণ সিরিজের প্রথম পর্বে স্বাগতম। এই পর্বে মিতালী এক্সপ্রেস ট্রেনে আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পৌছাবো এবং শিলিগুড়ি থেকে শেয়ার্ড গাড়ীতে চলে যাবো সিকিমের রাজধানী গ্যাংটক। আরো থাকছে ট্রেনে ভ্রমণের পূর্বপ্রস্তুতির সকল তথ্য। সিকিম ভ্রমণের পারমিশন কোথায়, কিভাবে পাবেন এই তথ্যও থাকছে। এই সিরিজের চারটি পর্ব দেখলে সিকিম ভ্রমণের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
#shapanonboard #sikkimtrip #mitali_express
Thumbnail designed by:
https://www.facebook.com/mohdnoimuddin