MENU

Fun & Interesting

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা | কি করলে ভালো থাকবেন | by- Satsang Alochana

SATSANG ALOCHANA 100,142 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা | কি করলে ভালো থাকবেন | by- Satsang Alochana

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। পুরো নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী (Anukul chandra chakraborty)। বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে ১৪ই সেপ্টেম্বর ১৮৮৮ খ্রিস্টাব্দে, বাংলা ১২৯৫ সনের ৩০শে ভাদ্র সংক্রান্তির দিনে তিনি জন্মগ্রহন করেন।তিনি ছিলেন একজন হিন্দু ধর্মগুরু। অনুকূলচন্দ্রের পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবী। পিতা ফৌজদারী কোর্টে ঠিকাদারের কাজ করতেন। ছোটোবেলায় ১৮৯৩ সালে তিনি স্থানীয় হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন । ১৮৯৮ সালে পাবনা ইন্সটিটিউটে ভর্তি হন, সেখানে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশুনায় সে ভাবে অগ্রসর হতে পারেন নি।

Comment