মাথার সাইজের বড় বড় আম তাও আবার তিন তালার ছাদে ফলছে, পুরো ছাদে ফলের সাম্রাজ্য দেখুন
#rooftop_mango_Garden_overview
#rooftop_farming #green_friends
মাথার সাইজের বড় বড় আম তাও আবার তিন তলার ছাদে ফুলছে পুরো ছাদে ফলের সাম্রাজ্য।
ভীষণভাবে ভালো লাগছে আমাদের দেশে এইভাবে প্রত্যেককে ছাদ বাগানে আম ধরাচ্ছে। খুব সহজেই পরিচর্যা কম করে সুন্দর সুন্দর ফলের বাগান তৈরি করছে সেগুলো তুলে ধরতে পেরে আরো বেশি ভালো লাগছে তার কারণ একটাই একটি বাগান দেখে আরো অনেক অনেক বাগান নতুন নতুন তৈরি হচ্ছে।
প্রত্যেকটা মানুষ এগিয়ে আসছে ছাদে বাগান করার জন্য কারোর কোন রকম অসুবিধা হচ্ছে না বাগান করার ক্ষেত্রে তাও আবার ছাদ বাগানে।
কারণ একটি বাগান যখন আমরা দেখায় সেই বাগান থেকে সব ধরনের টিপস পেয়ে যাচ্ছি সহজে।
ধীরে ধীরে আমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছের পরিচর্যা তার কারণ একটি গাছ তৈরি করতে গেলে কি পরিচর্যা সবাই বলে দিচ্ছে।
এখনো প্রচুর মানুষ বাগান করার জন্য আগ্রহ হয় না বা পায় না আমরা যে সকল মানুষ বাগান করছি তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই প্রায় সকলেই কিন্তু সহজ ভাবে বাগান করতে পারবে আপনারা সবাই একটু চেষ্টা করুন পারবে সকলে।
এছাড়া রোজ দুপুর একটায় নতুন নতুন ভিডিও ছাড়া হয় একটু ফলো করলে বাগান করা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে।