ভিয়েতনামঃ এশিয়ার উন্নত দেশ। দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ ।
ভিয়েতনাম: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ । দেশটির রাজধানী হ্যানয় এবং হো চি মিন সিটি ভিয়েতনামের বৃহত্তম শহর । ভিয়েতনামের অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে হা লং বে । এই উপসাগরটি ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত। হা লং বে শহরের নামেই হা লং হা লং উপসাগর। উপসাগরটির আয়তন ১৫৫৩ বর্গকিলোমিটার। এর স্বচ্ছ নীল পানিতে রয়েছে নানা ধরনের চুনাপাথর, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুন ।
#Vietnam #Deshbidashbd
#deshbidash bd
#দেশ_বিদেশ_বিডি