MENU

Fun & Interesting

ওঠো ওঠো গোরাচাঁদ নিশি পোহাইল।।নদীয়ার লোক সব জাগিয়া উঠিল।।প্রভাতী কীর্তন।।মদন মোহন সম্প্রদায় ।।

Video Not Working? Fix It Now

ওঠো ওঠো গোরাচাঁদ নিশি পোহাইল।।নদীয়ার লোক সব জাগিয়া উঠিল।।প্রভাতী কীর্তন।।মদন মোহন সম্প্রদায় ।। আপনার নতুন দিনটির শুভারম্ভ করুন, ___মধুর হরিনাম কীর্তন শ্রবণ করে, ও পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে প্রণাম করে, ভক্তবৎসল শ্রী ভগবান আপনাকে সকল বিপদ সকল ভয়-বাধা হতে মুক্ত করবেন।। 🌼 হরে কৃষ্ণ 🌼 হরে কৃষ্ণ 🌼 কৃষ্ণ কৃষ্ণ 🌼 হরে হরে 🌼 হরে রাম 🌼 হরে রাম 🌼 রাম রাম 🌼 হরে হরে হিন্দু ধর্মের সকল দাদা দিদি মা বোনদের 💐শ্রী শ্রী নামকীর্তন 💐 ইউটিউব চ্যানেলে স্বাগতম | আপনাদের ভালবাসা ও আশীর্বাদে শ্রী শ্রী নামকীর্তন চ্যানেল ক্রমাগভাবে এগিয়ে চলেছে হিন্দু ধর্ম প্রচারে | আগামী দিন গুলিতেও নতুন নতুন কীর্তন উপহার দিতে এবং আপনাদের পাশে থাকতে সর্বোচ্চ প্রয়াস জারি রাখবো | তাই যতটুকু সম্ভব আপনারা ধর্ম প্রচারের ভিডিও গুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করে মতামত জানান, লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধর্ম প্রচারে অংশগ্রহন করুন। প্রচারেঃ প্রদীপ দাস ঠিকানাঃ পেঁচারতল,উনোকুটি ত্রিপুরা।

Comment