MENU

Fun & Interesting

লতিফার পরিচয় - দেহ সাধন - দেহের মধ‍্যেই সকল রহস্য - ইমন হাশমি

Mysterious Studio 8,894 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

#লতিফা #দেহ_সাধন #sufism
মানব দেহে ১০টি লতিফা আছে
তার মধ‍্যে #ক্বলব #রুহ #ছের #খফী #আখফা #নফস #আব #আতশ #খাক ও #বাদ ।
এগুলোর মধ্যে প্রথম ৬ টি #আলমে_আমর
অর্থাৎ সূক্ষ্ম ও অদৃশ্য জগতের সাথে সম্পৃক্ত।
এবং শেষের ৪ টি #আলমে_খলক অর্থাৎ
স্থুল ও দৃশ্য জগতের সাথে সম্পৃক্ত।

আলমে আমর হচ্ছে ঐ জগত যা #আল্লাহ পাকের নির্দেশ মাত্রই সৃষ্টিপ্রাপ্ত #ফাইয়াকুন হয়েছিল।
আলমে খলক হচ্ছে ঐ জগত যা আল্লাহ পাকের নির্দেশে ক্রমান্বয়ে বিকাশ লাভ করেছে।

ক্বলব, রুহ, ছের, খফি, আখফা, নফস এই #ছয়টি_লতিফা জ্যোতিষ্মান ও উজ্জল।

এগুলোর মূল অদৃশ্য জগতের বিভিন্ন মকামে আছে। মানব দেহের ৬ টি স্থানে এই লতিফাগুলোর সম্পর্ক ও সংশ্রব আছে।
এই সম্পর্ক ও সংশ্রবের কারণে দেহস্থিত স্থানগুলোকে ক্বলব, রুহ, ছের, খফি, আখফা নফস বলা হয়।

#লতিফায়ে_ক্বলব প্রত্যেক নারী পুরুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফাতে কলবের স্থান। ইহা সকল লতিফার মূল।

#লতিফায়ে_রুহ প্রতিটি মানুষের ডান স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে রুহের স্থান। রুহের কার্যক্রমের উপরই মানব দেহের সক্রিয়তা বিরাজমান। রুহ চলে গেলে মানুষকে মৃত বলে আখ্যায়িত করা হয়।

#লতিফায়ে_ছের ইহার অবস্থান হলো বাম স্তনের দুই আঙ্গুল উপরে কিছুটা বুকের কড়ার দিকে।

লতিফায়ে_খফি ইহার স্থান কপালের মধ্যভাগে অবস্থিত। বান্দাহ যখন আনুগত্যের কপাল জমিনে স্থাপন করে
সিজদার হালতে গোপনভাবে আল্লাহর সাথে প্রেমালাপ করে
জিকির আজকারে মাধ্যমে আল্লাহর গোপন তথ্যের মহাসাগর পাড়ি দিতে থাকে,
তখন ঘোষণা করেন, হে আমার বান্দারা আমি এক লুকায়িত মহা ধন আমাকে তোমরা অনুসন্ধান করো।
এবং খফী লতিফা যে সাধক বা সাধিকার সক্রিয় সে সাধক - সাধিকা গুপ্ত জ্ঞান অর্জন করতে থাকে ধ‍্যানে, নামাজে, জিকিরে এবং স্বপ্নের মধ‍্যে দিয়ে।

#লতিফায়ে_আখফা, ইহার স্থান মাথার তালুর নরম স্থানে। প্রকৃত পক্ষে শীর্ষ চূড়ার স্থান দখল করে আছে। প্রত্যেক পথের শেষ প্রান্তে পৌছতে পারলে পথের যাবতীয় মহা গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ে এবং মহা জ্ঞান লাভ করতে সক্ষম হয়।
লতিফায়ে আখফা যে সাধক বা সাধিকার সক্রিয় হয়ে যায় সে সাধক - সাধিকা তার সৃষ্টিকর্তা দর্শণ পেয়ে যায়।

#লতিফায়ে_নফস ইহা নাভীমূলে অবস্থিত। প্রাথমিক অবস্থায় এই নফ্স বান্দাহকে সর্বদাই মন্দ ও গর্হিত কাজের দিকে প্ররোচিত করে।
তারপর বান্দাহ যখন আল্লাহর জিকির আজকার মুর্শিদের দেওয়া তালীম ঠিকভাবে আদায় করে তখন ঐ নফস রূপান্তরিত হয়ে নফসে লাউয়্যামাহ হয়ে যায়।
তখন তার মধ্য হতে মন্দ কাজ প্রকাশিত হলে নফসকে ধিক্কার দিয়ে থাকে
এবং স্বীয় মন্দ কাজের জন্য অনুশোচনা করে অনুতপ্ত হয়।
এভাবে সাধক বা সাধিকা মোরাকাবা ইবাদত করতে করতে ইহা পুনরায় নফসে মুত্বমাইন্নাতে রূপান্তরিত হয়।
ইহা নফসের সর্বোচ্চ মক্বাম। তখন নফস তার গোলামে পরিণত হয়। অথচ প্রথমে সে নফসের গোলাম ছিল। এ জন্যই বলা হয় কোন ব্যক্তি যতদিন নফসের গোলাম থাকবে ততদিন পশু আর তার মাঝে পার্থক্য থাকে না, আর যখন নফসকে গোলামে পরিণত করতে পারবে তখন ফেরেশতাদের চেয়ে মর্যাদা বেড়ে যাবে।

বাকি থাকল আর #চারটি_লতিফা ।
এবং সে গুলো হলো-
#লতিফায়ে_আব অর্থাৎ পানি
#লতিফায়ে_আতশ অর্থাৎ আগুন
#লতিফায়ে_খাক অর্থাৎ মাটি
#লতিফায়ে_বাদ অর্থাৎ বাতাস
এগুলোর নির্দিষ্ট কোন স্থান নেই #মানব_দেহের সর্বত্রই এগুলোর অবস্থান।
এবং এই চারটি লতিফা প্রকৃতি থেকে আমাদের শরীরে প্রবেশ করে এবং পরিবর্তন হয়ে দেহ থেকে বেড় হয়েও যায়।
আর এজন্য একজন সাধক বা সাধিকাকে সর্বপ্রথম তার দেহের পানি, আগুন, মাটি ও বাতাসকে পরিশুদ্ধ করতে হয়।
পরিশুদ্ধ করতে একজন সাধক বা সাধিকাকে তরল দ্রব্য পান নিয়ন্ত্রণ করে লতিফায়ে আব অর্থাৎ পানি কে নিয়ন্ত্রণে রাখতে হয়,
শারীরিক কসরত নিয়ন্ত্রণ করে লতিফায়ে আতশ অর্থাৎ আগুন কে নিয়ন্ত্রণে রাখতে হয়,
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে লতিফায়ে খাক অর্থাৎ মাটি কে নিয়ন্ত্রণে রাখতে হয়,
শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে লতিফায়ে বাদ অর্থাৎ বাতাস কে নিয়ন্ত্রণে রাখতে হয়।

এই চারটি লতিফার যে কোনো একটি দূষিত হয়ে গেলেই শরীর অসুস্থ হয়ে পড়ে।
আর শরীর অসুস্থ হয়ে পড়লেই দেহের মধ‍্যে #অদৃশ্য_সকল_লতিফা তার নিজেশ‍্য সক্রিয়তা হারিয়ে ফেলে।
#দেহের_রহস্য
#নাড়ী_শোধন
#দেহ_চক্র
#islam
#allah
#ইসলামিক_বাণী
#মারেফত
#সূফীবাদ
#সুফিবাদ
#নতুন_সুফি_বাণী
#Islamicspirituality
#sufi
#সুফি_আবৃত্তিকার
#বাবা_জাহাঙ্গীরের_ওয়াজ
#বাবা_জাহাঙ্গীর_পিলে_চমকানো_ওয়াজ
#পিলে_চমকানো_ওয়াজ
#kalandar_baba_jahangir
#baba_jahangir
#babajahangir
#Fakirni_Darbar_Sharif
#Sufi_Quotes
#Sufism
#Sufi_teachings
-------------------------------------------------------------
Voice by ↪ Emon Hasmi
-------------------------------------------------------------
Our more sufi video link

ষড়রিপু | কাম - ক্রোধ - লোভ - মোহ - মদ ও মাৎসর্য এগুলো কি? | কিভাবে ধ্বংস করবো!? - বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ⤵
https://youtu.be/4Kf0pawZFNI

দেহ সাধন - ইড়া-পিঙ্গলা-সুষুম্না নাড়ী - দেহ চক্র - বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ⤵
https://youtu.be/eQ57Wy7L9O4
-------------------------------------------------------------

ধন্যবাদ,
সঙ্গে থাকুন।
#mysteriousstudio
#FacebookPage: ⤵
https://m.facebook.com/Mysterious-Studio-104879605158676/
#EmonHasmi: ⤵
https://m.facebook.com/Son.of.the.Creator
#সুফি_জ্ঞান #baba_jahangir_ba_iman_al_sureswari #বাবা_জাহাঙ্গীর

Comment