মনসুর আল হাল্লাজ ৮৫৮ খ্রিষ্টাব্দে (হিজরি ২৪৪), তিনি ইরানের ফারস্ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। এঁর পিতা ছিলেন একজন সুতা প্রস্তুতকারক। আরবি হাল্লাজ শব্দের অর্থ হলো সুতা প্রস্তুতকারক, সেই সূত্রে এঁদের বংশধরেরা পেশাধারী পদবী হাল্লাজ ব্যবহার করতেন। মনসুর আল-হাল্লাজের পিতামহের নাম ছিল মাহমী। তিনি ছিলেন পারশ্যের অগ্নি-উপাসকদের একজন। পরে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। সেই সময়ে পারশ্যে মুসলমানদের অনেকেই ধর্মাচরণের জন্য সুফি সাধনার পথ বেছে নিয়েছিলেন। এই সূত্রে শৈশব থেকেই সুফিদের মজলিশে তিনি আসাযাওয়া করতেন। ক্রমে ক্রমে তাঁর ভিতরে আল্লাহর সাথে নৈকট্য লাভের আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে উঠতে থাকে। মাত্র ১২ বৎসর বয়সে তিনি কোরানে হাফিজ হন।
#mansurhallaj #biochobi #jiboniwaz #islamichistory #waz #islamic