#তোর_উঠানে_বিকাল_ছায়াগল্পের ১ম অংশ লেখিকা-লামিয়া রহমান মেঘলাবড়ো আপুর ভাসুরের ফুলসজ্জা খাটে বউ সাজ।
#তোর_উঠানে_বিকাল_ছায়া
গল্পের ১ম অংশ
লেখিকা-লামিয়া রহমান মেঘলা
বড়ো আপুর ভাসুরের ফুলসজ্জা খাটে বউ সাজে বসে আছি। হাত পা ভয়ে কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে। তার পায়ের জুতার শব্দে আমার অন্তর আত্মা কেঁপে উঠছে।
বিয়ে মানুষের হয় কিন্তু আমার মতো এমন বিয়ে হয়ত কারোর হয় নি ।
নির্ঝর (আপুর ভাসুর) যতো এগিয়ে আসছে বুকের মাঝের উথাল পাথাল তত বেড়ে চলেছে সাথে ভয়।