শীতের সকালে মাছের আড়ৎ গ্রামের বাজার ক্রেতা বিক্রেতায় মুখরিত | Winter Morning Village Fish Market
সকালের আলো ফোটার আগ থেকেই বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আড়ৎতে চলে আসেন মৎস্য ব্যবসায়ীরা। শীতের সকালে পাইকারী মাছের আড়ৎতে জমে ওঠে মাছের বেচাবিক্রি। খুচরা বিক্রেতার মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে চলে যান গ্রামের বাজারে। মৎস্য আড়তের পাশে অবস্থান শ্রীকোলা বাজারের। আড়ৎ থেকে মাছ নিয়ে জেলেরা এসেছেন শ্রীকোলা বাজারে, সেই সঙ্গে কৃষকের নিয়ে এসেছেন টাটকা শাকসবজী। ভোর থেকেই ক্রেতা বিক্রেতায় মুখরিত গ্রামের বাজার।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler