এই মন্দিরে শিব রাত্রি দ্বিতীয় প্রহরে পুজো দেখলাম। ভীষণ ভীড় ভক্তদের। অভিনব বিষয়ে দেখলাম শুধুই রামেশ্বর বাবাকে আরতী করার সময় টুকু মূল মন্দিরে বৈদ্যুতিক আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মন্দিরের বাইরের কোনও আলো বন্ধ ছিল না। সেই সময়ে ভিতরে পরিবেশ একদম অন্যরকম লাগছিলো। আবার বাইরে ঝকমকে আলো। যাই হোক খুব ভাল লাগল।
বিশেষ দ্রষ্টব্য:এই চ্যানেল সম্প্রচারিত ভিডিও আয়োজক কমিটির/কর্তৃপক্ষের/সংস্থার সহযোগিতার মাধ্যমেই সংগ্রহীত বিনোদনের জন্য শুধুই। কোনও প্রকার প্রভাবিত করার জন্য না। উল্লেখিত বক্তব্য বক্তার নিজস্ব। এর সাথে চ্যানেলের কোনও সম্পর্ক নেই। স্থান/ কাল ব্যক্তির কোনও প্রকার দায়িত্ব বহন করে না।