শ্রীমৎ সরোজ গোসাইএর মাধ্যমে ঠাকুরের লীলা আজও ক্রিয়াশীল:গোসাই বলেন তিনি নিজে কিছু জানেন না কিছু পারেন না। লোকে বলে লোকে করে , যাকরে শ্রীহরিচাদ করে। শ্রীশ্রী হরিলীলামৃত অনুসরনে যার জীবন পরিচালিত তিনি হলেন শ্রীমৎ সরোজ গোসাই বা গদাই গোসাই।