জ্বালানি নিরাপত্তা যে কোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। জ¦ালানি খাতের প্রধান দিক জ্বালানি তেল। কৃষি-খামার, উন্নয়ন কর্মকাণ্ড, শিল্পায়ন-বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, পরিবহনসহ জীবনযাত্রার চালিকাশক্তি। আর এই শক্তি যোগানে নিরব ভূমিকা পালন করে আসছে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বিশ্ববাজার থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে দেশের চাহিদা মিটিয়ে একসময় রপ্তানি করত প্রতিষ্ঠানটি। ৫৩ বছরের পুরনো মেয়াদোত্তীর্ণ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের উপর আজও একক নির্ভর হয়ে আছে দেশ। আয়ুষ্কাল শেষ হলেও ১৫ লাখ টন উৎপাদনের রেকর্ড গড়ে এখনও পুরো যৌবন ধরে রেখে এই তেল শোধনাগারটি। চলছে আরেকটি ইউনিট স্থাপনের প্রচেষ্টা, ফরাসি কোম্পানি টেকনিপের সঙ্গে প্রায় ২০ হাজার কোটি টাকার চূড়ান্ত চুক্তির মধ্য দিয়ে প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হল বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। একদল পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং চট্টগ্রাম শহরের প্রান্তে কর্ণফুলি নদীর তীরে
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হল বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার।
আমদানি করা তেল জাহাজ থেকে দ্রুত ও সশ্রয়ীভাবে খালাস করার জন্য গভীর সমুদ্র থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত দুই পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) নির্মাণ করছে সরকার।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড - Eastern refinery limited নিয়েই আমাদের আজকের আয়োজন, জানানোর চেষ্টা করবো এর ইতিহাস, নির্মান ব্যয় থেকে শুরু করে সরকারের সকল পরিকল্পনা।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢