ওলিকূল শিরোমণি হযরত হাফেজ্জী হুজুর (রহঃ) এর স্বরনে অশ্রুসিক্ত নয়নে একটি জনপ্রিয় গজল পরিবেশন করছেন তাঁরই প্রতিষ্ঠিত জামেয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদে দীর্ঘ ৩৬ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসা লাখো আলেমের পরিচিত মূখ হাজী ক্বারী আবুল হোসাইন সাহেব।