MENU

Fun & Interesting

শ্যাম কালিয়া সোনা বন্ধুরে। ভোরের সাক্ষাত গান। নিবেদনও করি বন্ধুরে । শতকোটি আরাধনায় পাইয়াছি চরণ

kongkon ds 238 4 months ago
Video Not Working? Fix It Now

শ্যাম কালিয়া সোনা বন্ধুরে। ভোরের সাক্ষাত গান। নিবেদনও করি বন্ধুরে । শতকোটি আরাধনায় পাইয়াছি চরণ . শতকোটি আরাধনায় রে বন্ধু আমি পাইয়াছি চরণ তুমি আইসো আমার হৃদ মাঝারে কর প্রেমজ্বালা বারণ বন্ধু রে বন্ধু তুমি আদরেরও ধন শ্যাম কালিয়া সোনা বন্ধুরে বন্ধু তুমি আদরেরও ধন যেখানে সেখানে থাকো বন্ধুরে সদায় রাইখো মনে দিবানিশী রাইখো বন্ধুরে জিয়নে মরনে বন্ধুরে ভাইবে রাধা রমন বলে রে বন্ধু বলে মনের আকিঞ্চন বন্ধু তোমারে লইয়া কুলে আমার হয় যেন মরণ ... ... নিবেদনও করি বন্ধুরে বন্ধু নিবেদনও রাখো আমি অবলা দাসীর নামটি তোমারও তোমার চরণে লিখিও বন্ধুরে চরণে লিখিতে নামটি রে বন্ধু যদি দুঃখ পাও ধুলাতে লিখিয়া নামটি তোমার চরণে লাগাও বন্ধুরে তুমিতো বন্ধু আমার বন্ধুরে বন্ধু আমিতো তোমার আমার কি আছে কি দিবো বন্ধুরে আমি চরণে তোমার বন্ধুরে আমার যে ধন তোমারে দিবো বন্ধু সেই ধনও তুমি আমি তোমার ধন তোমারে দিয়া আমি দাসী হবো আমি বন্ধুরে দীনভবানন্দ বলে রে বন্ধু করিয়া মিনতি তুমি গুণমনি আমার অন্তিমকালে পাই যেন রাঙা চরণখানি . #শ্যামকালিয়া #শতকোটিআরাধায় #ভোরেরগান

Comment