বিগত শতাব্দী ছিল যুদ্ধ-বিগ্রহের শতক। দুটি বিশ্বযুদ্ধ ছাড়াও দেশে দেশে সংগঠিত হয়েছিল বেশ কয়েকটি গণহত্যার মত ঘটনা। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এবং ক্ষমতার পালাবদলে অনেক দেশেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন বেশ কয়েকজন স্বৈরশাসক। ক্ষমতা টিকিয়ে রাখতে যারা আশ্রয় নিয়েছিলেন চরমপন্থার।
আজ আপনাদের শোনাব এমন এক নিষ্ঠুর স্বৈরশাসকের আখ্যান যা শুনলে আপনি শিউড়ে উঠবেন। অবচেতনেই চোখের সামনে ভেসে উঠবে ভয়ঙ্কর এক মানবিক সঙ্কটের কথা। গত শতাব্দীতে পৃথিবীব্যাপী যতগুলো গণহত্যা হয়েছে এটি তাঁর মধ্যে ভয়ঙ্করতম।
১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত কম্বোডিয়া ঘটে যাওয়া এই গণহত্যা ছিল অদ্ভুত রকমের গণহত্যা। আপনারা অনেকেই হয়ত শুনেছেন, সে সময় কম্বোডিয়ার মানুষ ভয়ে চশমা পড়াই একপ্রকার ছেড়ে দিয়েছিল। মার্ক্সবাদী পাগলাটে স্বৈরশাসক পল পট মনে করতেন একটা দেশে শুধুমাত্র কৃষক এবং সৈনিকদেরই কেবল প্রয়োজন। বাকি লোকদের তাঁর দরকার নেই। যে কারণে পল পটের সমাজ সংস্কারের এই নাটকীয় প্রয়াসই ডেকে এনেছিল এক ভয়াবহ পরিণাম।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]