গাজিপুর জাঝরের আইরিশ ডিজাইন লি. এর ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/3JfiCqqYpTM
======================
গাজিপুরের জাঝরায় এই পোশাকশিল্পটি গড়ে উঠেছিল ২০১২ সালে। তারপর নানামুখি সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ বান্ধব কর্মপরিবেশ গড়ার তাগিদে ২০১৫ সালে গড়ে তোলেন ছাদকৃষি। মূল উদ্যোক্তা এম এ মাজেদ। আর এটি দেখভাল করেন তার ভাগ্নে রাজিউল হাসান। তার কথায় উঠে আসে, এই আয়োজনে ভুমিকা রয়েছে টেলিভিশনে দেখা ছাদকৃষি অনুষ্ঠানের। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা ছাদকৃষিতে দেখা ফলফসলের অনুশীলন করা হয় এখানে।
১৩ হাজার বর্গফুট আয়তনের পরিবেশবান্ধব ছাদটি এখন ফল ফসলে পূর্ণ এক কৃষিক্ষেত। এখানে দৃষ্টি কাঁড়ে বড় বড় বেল, জাম্বুরা, ড্রাগনসহ নানা রকমের লেবু আর দেশি-বিদেশি ফলের সৌরভে।
পরিকল্পিত স্ট্রাকচার করে এবং বড় বড় ড্রামে পর্যাপ্ত মাটি ও পুষ্টিকর জৈব উপাদান দিয়ে রোপন করা হয়েছে একেকটি গাছ। বোঝাই যায়, গাছগুলো যথেষ্ট পুষ্টি পাচ্ছে।
এই শিল্প কারখানাটির ভেতর কাজ করেন কয়েক হাজার শ্রমিক। শ্রমঘন এই চৌহদ্দির পরিবেশকে সুন্দর রাখতে দরকার সবুজের আয়োজন।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ