সুদীপ মুখার্জির অভিনয়ের জীবন নয় নয় করেও পঁচিশ বছর হতে চলল। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তো বটেই বাংলা চলচ্চিত্রের জগতেও সুদীপ খুবই পরিচিত নাম। একটা রাফ অ্যান্ড টাফ ইমেজ থাকায় তাঁর অভিনীত অনেক চরিত্রেই তিনি পুলিশ। যদিও অন্যান্য আরও বিভিন্ন ভূমিকায় তাঁকে দেখা যায়। ব্যক্তিজীবনও তাঁর রঙিন। জীবনের নানা ওঠাপড়া গায়ে মেখে সুন্দর ব্যালেন্স করে চলছেন অভিনেতা। আজ তাঁরই মুখোমুখি। #adda #film #movie #acting #love #music #durgapuja #marriage #divorce# television #bollywood#entertainment #acting #film #coffee#coffeeshop #adda #bmw#children#petlove#entertainment #actorsworkshop #tollywood#actor