MENU

Fun & Interesting

সহজেই ইনকিউবেটর চালানোর সকল নিয়ম

SHAKIL FARMING 111,015 7 months ago
Video Not Working? Fix It Now

#ইনকিউবেটর সঠিকভাবে দেশি মুরগির খামার শুরু করতে, সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণ নিতে, যোগাযোগ করুন: 01313885339 __________________ আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে এই লিংকে ক্লিক করুন: https://m.me/shakilfarming __________________ উদ্দেশ্য, প্রান্তিক পর্যায়ের খামারিরা, সঠিক তথ্য না জানার কারণে লসের সম্মুখীন হচ্ছে, এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা হয়েছে সঠিক তথ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া । ইউটিউবে চটকদার ভিডিও দেখে, লক্ষ লক্ষ টাকা লাভ দেখে, কেউ এই মুরগি পালনের জন্য বড় ধরনের বিনিয়োগ করবেন না, সঠিক ভাবে দেশি মুরগি পালন করতে পারলে, লস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, আমার কয়েক বছরের অভিজ্ঞতায়, কখনোই দেশি মুরগি পালন করে লস এর সম্মুখীন হয়নি, একমাত্র আমার অভিজ্ঞতার কারণে। __________________ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ডাক্তারদের পরামর্শে যেসব কিছু প্রয়োগ করা প্রয়োজন সেসব বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তবে না জেনে কেউ আমার ভিডিও দেখে ভুল চিকিৎসা দিলে আমি দায়ী থাকব না। আগে রোগ, লক্ষণ চিনতে হবে। __________________ বাংলাদেশের সবথেকে আধুনিক দেশি মুরগির খামার, 👉 দেশি মুরগির কৃত্রিম প্রজনন করানো হয়, 👉 লেয়ারের খাচায় দেশি মুরগি পালন করা হয়, 👉 বাঁশের খাঁচায় মুরগি পালন করা হয়, 👉 লিটারে মুরগি পালন করা হয়, __________________ বিলুপ্ত দেশি মুরগী খামার দেশি বড় ঝুটি, দেশি গলাছিলা জুটি, গলাছিলা মুরগির খামার, বাংলাদেশের একমাত্র আমার কাছেই এই মুরগি আছেন __________________ বই অথবা অন্য কেনো পণ্য ক্রয় করতে চাইলে আমাদের ওয়েবসাইট https://shakilfarming.com/ থেকে অর্ডার করুন। ▣ মুরগির রোগ বা অন্যান্য সমস্যার সমাধান বা পরামর্শ সরাসরি দেওয়া হয় না, সব ভিডিও থেকে জানতে ও শিখতে পারবেন, ভিডিও দেখবেন ও চাইলে বই টা অর্ডার করতে পারেন। _____________ Tags: #shakilfarming, #shakil, #farming, #শাকিল ফার্মিং, #শাকিলফার্মিং, #শাকিল, #ফার্মিং

Comment