দেব তো আমাকে মেরেই দিল তাই খাদান টুতে থাকবো কিনা জানি না: যীশু সেনগুপ্ত
অভিনেতা যীশু সেনগুপ্ত যেখানেই যাচ্ছেন সবাই তাকে জয় গুরু বলে সম্বোধন করছেন।তার কারণ তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি খাদান সুপারহিট। তবে গল্পে মোহন দাস কে মরতে হয়েছে মধুর হাতে। খাদান সুপারি হবার পর এবার আসছে খাদান টু পরিচালক সুজিত রিনো দত্ত তার এই নতুন ছবির গল্প লেখার কাজ শুরু করে দিয়েছেন।তবে সেই ছবিতে কে থাকবে এখনো সে বিষয়ে পরিষ্কার নয়। আর তারই মধ্যে আজ অভিনেতা যীশু সেনগুপ্তকে কে পাওয়া গেল ত্রিধারা সম্মিলনী ২১ কে ম্যারাথনে, যেখানে খাদান নিয়ে অভিনেতা তার ভালো লাগার কথা শেয়ার করলেন।
Jisshu U Sengupta jishu sengupta #KHANDAN #Mohandas #Joyguru #tridharasammilani #21kmarrathon
Sitara Bangla