পান পানি ও নারীর জন্য প্রসিদ্ধ জৈন্তাপুরে নরবলি দিতো কারা? হিন্দু নাকি খাসিয়া ? রাজা নাকি রাণী ?
হাজার ইতিহাসের সাক্ষী বলা হয়ে থাকে সিলেটের জৈন্তাপুরকে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাষণ আমলের একটা সময় পর্যন্ত জৈন্তা ছিল সম্পূর্ণ স্বাধীন রাজ্য। বলা হয়ে থাকে পনেরো রাজার রাজ্য হলো জৈন্তাপুর। পান পানি ও নারীর জন্য প্রসিদ্ধ হলো জৈন্তাপুর। ব্রিটিশরা বলতো পান পানি নারী এই তিনে মিলে জৈন্তাপুরী। পান পানি নারীর এই জৈন্তাপুরে তখন নরবলি প্রথাও চালু ছিল। আর এই নরবলি কারা কেন কাদেরকে দেয়া হতো তা নিয়েই আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি।
#জৈন্তা_নরবলি
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter