জমিয়তুল ফালাহ ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে দরবারে বাড়িয়া শরীফের পীর সাহেব কেবলার আগমন
দরবারে বারীয়া শরীফের বর্তমান সাজ্জাদানশীন _
পীরে ত্বরিকত মোহসেনে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব শাহ্সূফী সৈয়্যদ বদরুদ্দোজা বারী (মাঃজিঃআঃ)'র
সভাপতিত্বে
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত ৩৯ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ২০২৪ ইংরেজি এর ৩য় দিন সুন্দর ভাবে সমাপ্ত হলো।
৩ মহররম ১৪৪৬ হিজরী।
বিশেষ যোগদানে : আল আমিন বারীয়া দরসে নিযামী কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।
★ প্রতিষ্ঠাতা.. আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী (রহ.) কে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।
#bariatv