||ক্রাশ_ইন_দ্যা_সি||সিজন-২#প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে চলে এসেছে। তোর নেভিয়ান সাহেব প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশ
#তাহিনা নিভৃত প্রাণ
সেদিন ফেসবুকে নিউজ দেখলাম। প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে চলে এসেছে। তোর নেভিয়ান সাহেব প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশ কবে আসবে শুনি? ”শায়লার ঠাট্টাতে তেমন ভাবান্তর হলো না মেয়েটির। সে আগের মতোই গোমড়ামুখে বসে রইলো অদৃশ্যে তাকিয়ে। শায়লার পর এবার পাভেল মাথায় গাট্টা মেরে বলল, তোর নেভিয়ান বোধহয় এতোদিনে বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে। সংসার, চাকরি নিয়ে ব্যস্ত৷ সেজন্য তুই তাকে ফেসবুকে পাচ্ছিস না। আহারে, কাঁদিস না। আমার চাচাতো এক ভাই মেরিন একাডেমিতে আছে। তুই বলিস তো আমি তার সাথে তোর একটা ব্যবস্থা করে দিবো। ’মেয়েটির শ্যামলা মুখটা রাগে কালো হয়ে গেলো। অগ্নি দৃষ্টিতে তাকালো বন্ধু নামক কালসাপদের দিকে। শায়লা পানির বোতল এগিয়ে দিলো,
‘ পানি খা। মাথা ঠান্ডা কর। বিষয়টা বুঝতে চেষ্টা কর। ’