শিমুরালী ভ্রমণ।। কলকাতার কাছেই অফবিট জায়গা।। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Shimurali
কলকাতার কাছেই দারুণ জায়গা শিমুরালী। সবুজ শান্ত ছায়া ঘেরা শিমুরালী বেশ প্রাচীন এবং সুন্দর জায়গা। এখানে আছে সুপ্রাচীন মন্দির, ব্রিটিশ আমলের ইমারৎ, গঙ্গা পাড়ের সুন্দর পরিবেশ সব কিছুই। সেই সঙ্গে আছে খাওয়া দাওয়াও। শিমুরালীর কালাকান্দ বিখ্যাত। এবারের যাওয়া এবং খাওয়ায় তাই খুব সুন্দর একটা ভ্রমণ হল আমাদের।