ঈসা খাঁ র সমাধি, কালীগঞ্জ, গাজীপুর ....
ঈশা খাঁ র সমাধি।।কালীগঞ্জ, গাজীপুর...
বাংলার প্রতাপশালী বারো ভুইয়াদের মধ্যে ঈশা খাঁ ছিলেন অন্যতম।১৫৯৯সালে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।আর এই জেলাতেই সমাধি করা হয়। বাংলার ইতিহাসে বারো ভূঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারের অন্যতম বীর ঈশা খাঁ। দীর্ঘদিন তাঁর কবরটি অযত্নে-অবহেলায় ছিল। তবে গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁর সমাধিতে দেওয়া হয়েছে নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া।
মুসলিম এই শাসকের রাজধানী ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ।