MENU

Fun & Interesting

রহস্যে ঘেরা দুই সতীপীঠ! যে রহস্যের সমাধান হয়নি আজও || Mysterious two Shakti Pithas of West Bengal !

Manas Bangla 388,384 3 years ago
Video Not Working? Fix It Now

পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞের সময় সতীর দেহত্যাগের পর, সতীর নিথর দেহকে কঁাধে নিয়ে শিব যখন পৃথিবীময় উন্মাদ নৃত্যে দাপিয়ে বেড়াচ্ছিলেন তখন সৃষ্টি প্রায় রসাতলে যাওয়ার জোগাড় এমন সময় বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে টুকরাে টুকরো করেদেন সতীরদেহ। খণ্ডিত হওয়ার পর যে যে স্থানে সতীদেবীর অঙ্গ পতিত হয়েছিল সেই স্থান গুলিই পীঠস্থান রুপে খ্যাতি লাভ করে। সেইরকমই একপীঠস্থান হলো অট্টহাস। বন্ধুরা এখানেই আছে এক বিতর্ক। বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আছে এক নির্জন গা ছম ছম করা মাঠে অবস্থিত এক স্থান যার নাম অট্টহাস যেখানে দাবি করা হয় সতীর অধওষ্ঠ অর্থাৎ ঠোঁটের নিম্নাংশ সেই জায়গায় পড়েছিল। আবার অন্য মত অনুযায়ী বীরভূম জেলার লাভপুর গ্রামের পূর্ব ও দক্ষিণ সীমান্তে অবস্থিত এক স্থান যার প্রাচীন নাম ছিল অট্টহাস সেই স্থান বর্তমানে ফুল্লরাপীঠ নামে পরিচিত। আর এখানেই শুরু হয়েছে গোলমাল । দুটি স্থানই দাবী করে দেবী সতীর অধঃ ওষ্ঠ সেখানেই পতিত হয়েছিল। চলুন বন্ধুরা আজ ঘুরে আসি এই দুই অট্টহাস থেকে আর শুনে আসি সেখানকার মানুষ জন কি বলছে। বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি । #অট্টহাস#ফুল্লরা#সতীপীঠ#শক্তিপীঠ ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected] Stay Connected with me on Social Network : Twitter : https://twitter.com/manasbangla Facebook : https://www.facebook.com/manasbangla Instagram :https://www.instagram.com/manasbangla

Comment