পান কে বলা হয় কৃষকের রিভার্জ ব্যাংক। কৃষকের টাকার প্রয়োজন হলে যখন তখন বরজ থেকে পান ভেঙ্গে টাকার ব্যবস্থা করে ফেলেন। ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামের মাজেদুল হক মিন্টু লেখাপড়া শেষ করে চাকুরী করতেন। তিনি চাকুরী ছেড়ে দিয়ে কৃষি কাজে নিজেকে নিয়োজিত করেছেন। বাড়ির পাশের ৮ কাঠা জমিতে পানের চাষ করে আজ তিনি স্ববলম্বী হয়েছেন। ঠিকমত পরিচর্যা করলে পান চাষে লাভবান হওয়া যায়। ইতিমধ্যে তিনি বরজ থেকে ৭০ হাজার টাকার পান বিক্রি করেছেন। যেখান থেকে তার খরচ উঠে গেছে। এখন বরজে রয়েছেন প্রায় দেড় লাখ টাকার পান। যেটা তিনি দু’এক দিনের মধ্যে বিক্রি করে দিবেন। একবার পানগাছ লাগালে সেখান থেকে বারোমাস পান বিক্রি করা যায়।
==============================================================
#পান_চাষাবাদ#কিভাবে_পান_চাষ_করবেন#পান_চাষ_পদ্ধতি#পান_চাষ_কৌশল
#হরিনাকুন্ডের_মিষ্টি_পান#মিষ্টি_পানের_চাষাবাদ#পান_চাষে_লাভবান_কৃষক#
#betel_Leaves_Cultivation#
আমার সম্পর্কে জানতে
-----------------------------------
নয়ন খন্দকার (সাংবাদিক)
কালীগঞ্জ,ঝিনাইদহ, বাংলাদেশ
[email protected]
Mobile-01711-125871
Facebook-https://www.facebook.com/nayon.khandokar/
Facebook Page- https://www.facebook.com/Nayon-Khandokar-471475569701731
Facebook Page-https://www.facebook.com/Tour-and-Knowledge-123889845887739