MENU

Fun & Interesting

মুফতি জিয়া বিন কাসেমকে কঠিন ধোলাই

Jubayer Ibn Habib 16,408 2 months ago
Video Not Working? Fix It Now

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اغْدُ ‌عَالِمًا ‌أَوْ ‌مُتَعَلِّمًا ‌أَوْ ‌مُسْتَمِعًا أَوْ مُحِبًّا وَلَا تَكُنِ الْخَامِسَ فَتَهْلَكَ. হযরত আবূ বাকরাহ রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমকে মোহাব্বতকারী হও, পঞ্চম ব্যক্তি হয়ো না, তাহলে ধ্বংস হয়ে যাবা। [মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৬২৬, আলমু’জামুল আওসাত লিততাবারানী, হাদীস নং-৫১৭১, আলমু’জামুস সগীর লিততাবারানী, হাদীস নং-৭৮৬, শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-১৭০৯, মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-৪৯১] See less https://www.youtube.com/channel/UCmBvHBNXgM92ZP_V5DAEXzA?view_as=subscriber

Comment