Para 1 Quran Tilawat Qari Abu Rayhan রমজান মাসের রেডিও সুরে বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান ১ম পারা
রমজান মাসের রেডিও সুরে বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান ১ম পারা | Para 1 Quran Tilawat Qari Abu Rayhan
কুরআনের প্রথম সূরা, ''সূরা ফাতিহা’’ এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"। বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে 'ফাতিহা' বলা হয়। ’’আল ফাতিহ ‘’ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। শুরুতে এর স্থান দেয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো
বাকারাহ মানে গাভী । এ সূরার এক জায়গায় গাভীর উল্লেখ থাকার কারণে এর এই নামকরণ করা হয়েছে । এ সূরার বেশীর ভাগ মদীনায় হিজরাতের পর মাদানী জীবনের একেবারে প্রথম যুগে নাযিল হয় । আর এর কম অংশ পরে নাযিল হয় । যে আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে সেগুলো হিজরাতের আগে মক্কায় নাযিল হয় । কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলোকেও এ সূরার সাথে সংযুক্ত করা হয়েছে ।
#ক্বারীআবুরায়হান #qariaburayhan #1stPara #para1
qari abu rayhan, qari abu rayhan tilawat, abu rayhan, abu rayhan tilawat, rayhan quran, raihan quran tilawat, raihan quran live class, raihan quran, quran, koran, quran recitation, quran tilawat, quran for sleeping, ক্বারী আবু রায়হান, রেডিও সুরে ১ম পারা তিলাওয়াত শুনুন ক্বারী আবু রায়হানের কন্ঠে, রেডিও সুরে ১ম পারা, রেডিও সুরে ১ম পারা তিলাওয়াতরেডিও সুরে ১ম পারা তিলাওয়াত, রেডিও সুরে ১ম পারা তিলাওয়াত, ক্বারী আবু রায়হান, ১ম পারা তিলাওয়াত, 1st para, 1st para telawat