সেনা সদরের চাপে প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের পরিকল্পনা বাতিল করা হয়েছে বলে জানতে পেরেছে নেত্র নিউজ। সেনাবাহিনী মনে করে প্রধান উপদেষ্টা সাংবাদিক এবং ভুক্তভোগীদের সাথে নিয়ে এই এই গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।