আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ আজকে ইমতিয়াজ খান আবির ভাইয়ের কবুতর দেখার সুযোগ হলো আল্লাহর রহমতে।
দেশের সেরা কবুতর পালক কে তা নিয়ে অনেকের অনেক দ্বিমত আছে কিন্তু আমার কাছে আবির ভাই কবুতর জগতের একজন লিভিং লিজেন্ড। ভাই অনেক আন্তরিক একজন মানুষ, কোন রকম পূর্ব পরিচয় ছাড়াই ভাই আমাদের জন্য সময় করে আমাদের কবুতর দেখালেন। ভাইয়ের জীবনের বেশ কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। আলহামদুলিল্লাহ ভাইয়ের অসংখ্য রেজাল্ট থাকা সত্ত্বেও কোনো অহংকার দেখলাম না ভাইয়ের। আর ভাইয়ের কবুতরের রেজাল্ট সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা কঠিন। আবির ভাইয়ের থেকে কবুতর সংগ্রহ করতে চাইলে ভাইয়ের ফেসবুক আই ডি তে মেসেজ করেবন, কমেন্ট বক্সে ভাইয়ের ফেসবুক আই ডি লিংক দেয়া থাকলো। ভাই কে ফেসবুকে ফলো করে রাখলে ভাইয়ের আপডেট গুলো ও দেখতে পারবেন।
সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখী রাখুক। আমিন।
ধন্যবাদ
মো জিল্লুর রহমান শশী
০১৭১৭৭৫৯৬৯৮