@arunmandalgrow
প্রথমে আমি পরিনত গন্ধরাজ লেবু সংগ্রহ করেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়ে পরিনত গন্ধরাজ লেবু 🍋 পাওয়া যায়। আমি গন্ধরাজ লেবুর বীজ গুলো টিসু পেপার এর মধ্যে জারমিনেশ করতে রেখেছিলাম। ৫/১০ দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুরিত হতে থাকে। তখন বীজ গুলো ঝরঝরে হালকা মাটিতে বসিয়ে দিতে হবে। আমি এখানে প্লাস্টিকের গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। কয়েক দিনের মধ্যে চারা গজাতে শুরু করে। চারা সব বেরিয়ে যাওয়ার পর প্রোপার রৌদ্রে রাখতে হবে। ২৫/৩০ দিন পর খৈল ভিজানো জল দিতে হবে। প্রোয়োজন মত জল দিয়ে যেতে হবে। খুব সহজেই আপনারা বাড়িতে এভাবেই গন্ধরাজ লেবুর চারা তৈরি করতে পারেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
First I collect Gandharaj lemon, and it's seeds jarmination process doing tisu paper. After 5 to 10 days jarmination process is completed, then the seeds groth in the soil. After few days Gandharaj lemon plant growing up. Time to time watering and plant put in full Sun light. You can try it Gandharaj lemon plant growing from seeds easily .Thank you very much God bless you.