চারশ বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বেশ আগে প্রায় ২ কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণও যানবাহনের গতি সূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা। তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুননির্ধারণ টাস্ক ফোর্স। বাংলাদেশের মত নানান সমস্যায় পড়ে পাশের দেশ ভারত দিল্লি থেকে নয়াদিল্লি , পাকিস্তান করাচি থেকে ইসলামাবাদ, শ্রীলঙ্কা কলোম্বো থেকে জয়াবর্ধনপুরা, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে পুত্রজায়ায় সরিয়ে নিয়েছে রাজধানীর প্রশাসনিক কার্যক্রম। ৫ দশক আগে প্রথমবারের মতো আলোচনায় এসেছিল ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়ার। এবার জোর আলোচনা চলছে ঢাকা থেকে রাজধানি সরিয়ে নেওয়ার, তাতে কি কি সুবিধা অসুবিধা হতে পারে? বাংলাদেশের নতুন রাজধানী কোথায় হবে? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক...