রমজানের আগে অতিথি আপ্যায়ন করা হল আস্ত খাসী ছাগল দিয়ে
আজ বাসায় অতিথি আপ্যায়নের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ মাদ্রাসা থেকে কোরআনের পাখি ও অসহায় দরিদ্র দুস্থ মানুষজন আসবেন মেহমান হয়ে। অতিথিদের দুপুরের খাবারে রান্না হচ্ছে আস্ত খাসীর মাংস, পোলাও আর ছোলার ডাল। রান্নার দায়িত্বে আছেন বাবুর্চি জাকির ভাই। সুস্বাদু খাবার রান্না শেষে অতিথিদের মাঝে পরিবেশন করা হল মজাদার খাবার।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler