দেশি কবুতর পালন কিভাবে শুরু করলে ভালো হয় এবং কেমন সুবিধা ও অসুবিধা আছে | Pigeon Farm In Bangladesh..
কবুতরের খামারি মোঃ লিয়াকত আলী তিনি কৃষি কাজের পাশা পাশি দশ বছর আগে এই দেশি কবুতর পালন শুরু করেন মাত্র ৪ জোড়া দিয়ে। বর্তমানে এই খামারে রয়েছে প্রায় ৫০ টির বেশি দেশি কবুতর আছে। প্রতি মাসে এই খামাটিতে থেকে বাচ্ছা পাচ্ছেন ১২ থেকে ২০ জোড়ার মতো। প্রাকৃতিক ভাবে দেশি কবুতর পালন করে তিনি খাবার খরচ বেশি হলেও অনেক সুবিধা পাচ্ছেন সেটা আমাদের জানান। দেশি কবুতর পালন সম্পর্কে নতুন নতুন তথ্য দিলেন এই খামারি। বিস্তারিত জানতে হলে
কবুতরের খামারির ঠিকানাঃ-
নামঃ- মোঃ লিয়াকত আলী
গ্রামঃ- গৌউর নগর
থানাঃ- চাটমোহর
জেলাঃ- পাবনা
মোবাইল নং- N/A
এই ভিড়িওটি দেখবার জন্য আপনাকে "Worlds of Light" YouTube Channel এর পক্ষো থেকে অনেক ধন্যবাদ । আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।
"FOLLOW NOW"
------------------------------------------------------
Facbook Page :: https://www.facebook.com/Shumonbd1987
ইউটিউব চ্যানেল নাম্বার -- 01912963159 (মোঃ সুমন হোসেন) (এডমিন)
#WorldsofLight