রিস্কা চালক রুমানা ভাই বোনের ও পাগল মায়ের সুখের জন্য মোটরসাইকেল সিএনজি ও প্রাইভেট কার চালাচ্ছেন।
রুমানার মোবাইল নম্বর- ০১৩১৯৩৪৪৫৪৩
ফারামগেট তেজগাঁও তেজকুনিপারা খেলাঘর মাঠ রিক্সা চালক রুমানা।
রিকশাচালক রুমানা পাগল মা ও ভাই বোনের সুখের জন্য একটু ভালো থাকা পড়াশোনা করানো জন্যই রিক্সা মটর সাইকেল সি এন জি ও প্রাইভেট কার চালাচ্ছেন রুমানা জানতে দেখুন। একটি অসহায় মেয়ের প্রতিভা কিভাবে দেখাবে দর্শন কষ্ট করে কাজ করে ছোট ভাই বোন পাগল মাকে একটু ভালো রাখার জন্য এত কষ্ট রুমানার।
দর্শক আপনাদের সফলতা কিংবা ব্যর্থতা বা অসহায় কোন পরিবারের ঠিকানা জানা থাকলে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। আমর প্রতিবেদন তৈরি করে দেশ ও দেশের বাহিরে ভাই ও বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করব যদি সহযোগিতার মাধ্যমে তাদের পরিবার একটু ভালো থাকতে পারে আমাদের মোবাইল নম্বর -01716231324 Saad Bangla tv ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন থাকবেন নিরাপদে আল্লাহাফেজ।