বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকেই জুলাই-আগস্টে হয়েছে গণঅভ্যুত্থান। জনতার সেই আকাঙ্খা পূরণে নানামুখী সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে- ছয় মাস পরও তা নিয়ে কোনো রূপরেখা স্পষ্ট নয়। জান ও জবানের স্বাধীনতায় এবং বহুত্ববাদ চর্চায় আগামীর বাংলাদেশ কেমন হতে পারে, পরিস্কার নয় সেই যাত্রাপথও।
বিষয়: নতুন বন্দোবস্ত এবং বাস্তবতা
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সারজিস আলম এবং পর্যালোচনা ও মতামতের পত্রিকা জবান-এর সম্পাদক ও চিন্তক রেজাউল করিম রনি।
দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য:
প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপডেট পেতে লাইক, ফলো দিতে পারেন ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে আমাদের ফেসবুক পেইজেও।
দেখুন আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুনঃ
https://www.youtube.com/@ThikanayKhaledMuhiuddin
আপডেট পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/ThikanayKhaledMuhiuddin
#সারজিসআলম #রেজাউলকরিমরনি #ঠিকানায়খালেদমুহিউদ্দীন #খালেদমুহিউদ্দীন #ঠিকানা