প্রেগন্যান্সিতে মা ও শিশু উভয়ের সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা হিসেবে কিছু পরীক্ষা করা অত্যন্ত দরকারী। এসব টেস্টের মাধ্যমে মায়ের শারীরিক অবস্থা, শিশুর বৃদ্ধি, গর্ভের শিশুর অবস্থান, মায়ের শরীর থেকে শিশুর শরীরে কোন রোগ বালাই যাচ্ছে কিনা আবার শিশুর শরীরের কোন কিছু মায়ের শরীরে প্রবেশ করছে কিনা সব ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। গর্ভকালীন কমপক্ষে ০৪ বার চেকআপ এর জন্য বলা হয়ে থাকে। এছাড়াও অ্যানোমালি স্ক্যান, গ্রোথ স্ক্যানসহ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম, ব্লাডগ্রুপ ও অন্যান্য রক্তের পরীক্ষা, মায়ের রক্তশূন্যতা আছে কিনা জানতে হিমোগ্লোবিন টেস্ট করা, গর্ভকালীন ডায়াবেটিস আছে কিনা জানতে ডায়াবেটিক টেস্ট, সিফিলিস আছে কিনা জানতে VDRL টেস্ট, হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা জানতে HBsAg টেস্ট করা হয়, ইউরিন RME টেস্ট, থাইরয়েড হরমোনে TSH টেস্টসহ বিভিন্ন টেস্ট করা হয়। গর্ভাবস্থায় কি কি টেস্ট করতে হয় তা বিস্তারিত জানুন…..
ডা. শাহিদা আক্তার রাখী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অবস এন্ড গাইনী)
অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ট্রেইন্ড ইন ইনফার্টিলিটি এন্ড ল্যাপারোস্কপিক সার্জারি
🔴 চেম্বার: গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেড
নজরুল এভিনিউ, ২য় কান্দিরপাড়, কুমিল্লা
হটলাইন: 01879-970055, 01711-798083
রোগী দেখার সময়: বিকাল ৪টা হতে রাত ৮টা (শুক্রবার চেম্বার বন্ধ)
🔴 অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন : drsarakhi.com
সিরিয়াল: 01958-422803 (সকাল ১০টা হতে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত)
🔴 Facebook : https://facebook.com/drsarakhi
🔴 Instagram: https://instagram.com/drsarakhi
#নরমালডেলিভারি #NormalDelivery #TestDuringPregnancy #drsarakhi
গর্ভাবস্থায় কি কি টেস্ট করতে হয় | গর্ভকালীন চেকআপ