আমার বুড়ো
আজ আমার বিয়ে হোয়েছে। লোকটা বারো বছরের বড় আমার থেকে। বিয়েতে খুশি হয়েছি, না দুঃখিত ঠিক বুঝতে পারছি না। কারণ আমার পরিবারে বিয়ের জন্য মেয়ের মতামত নেওয়া হয় না। কেউ ভুল করলে তার ওপর রাগ করা যায়। কিন্তু ভূল্টাকেই যখন মানুষ নিয়ম বানিয়ে ফেলে, তখন তার উপর রাগ করা বুদ্ধিমানের কাজ না। আমি নিজেকে বুদ্ধিমান মনে করি না। আমি আসলে খুব বোকা একটা মেয়ে। আমি এতই বোকা, যে বাবা মার থেকে বিদায় নেয়ার সময় মাকে জড়িয়ে