রামপুরায় সাইদা সুলতানা ১৬শ বর্গফুটের দ্বিস্তর বিশিষ্ট ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/6qJ_CQU0EDA
=================
ঢাকার রামপুরায় বাড়ির ছাদে রকমারি উদ্ভিদের এক সংগ্রহশালা গড়ে তুলেছেন সাইদা সুলতানা। নগর জীবনে দূষণ কমাতে এবং প্রাণচাঞ্চল্য টিকিয়ে রাখতে ছাদকৃষি এক অনবদ্য উদ্যোগ, বলছেন তিনি।
ঢাকার রামপুরায় ছয়তলা ভবনের উপরে ১৬শ বর্গফুটের দ্বিস্তর বিশিষ্ট ছাদকৃষি গড়েছেন সাইদা সুলতানা ও তার পরিবার। মূল উদ্যোক্তা সাইদা সুলতানা বলছেন, নগরের বন্দি জীবনে ছাদকৃষিতে মগ্ন থেকেই সবচেয়ে বেশি উজ্জীবত থাকেন তিনি ও তার পরিবার।
এই ছাদেই মিলছে নানা রকমের ফল-ফসল আর এখান থেকেই মিটছে প্রাণিজ আমিষের চাহিদার অনেকাংশই।
তার দাবি, শুধু সময়ের প্রয়োজনেই ‘ছাদকৃষি’ করছেন না তিনি, জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া অসহনীয় তাপমাত্রা কমাতেও এটি এক কার্যকরী উদ্যোগ।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #ছাদকৃষি #rooftopfarming